শেয়ার বলতে কি বোঝায়?

কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র ও সমান একককে শেয়ার বলে। নিয়ম অনুযায়ী কোম্পানির সংগঠনের মোট মূলধনকে নির্দিষ্ট সমমূল্যের ক্ষুদ্র সমান এককে ভাগ করা হয়। এরূপ প্রতিটি একক শেয়ার মূলধনের অংশ। তাই এ একক কেনার মাধ্যমে প্রত্যেক শেয়ারহোল্ডার কোম্পানির আংশিক মালিকানা লাভ করেন। যিনি শেয়ার কেনেন তাকে শেয়ারহোল্ডার এবং শেয়ার বিক্রয় থেকে সংগৃহীত অর্থকে শেয়ার মূলধন বলে।

Leave a Comment