পিপেট কী?

পিপেট হচ্ছে দ্রবণ স্থানান্তরে ব্যবহৃত দুই মুখ খোলা কাচনল যার নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু এবং মাঝ অংশ মোটা বাষ্পের মতো ফুলানো থাকে।
নির্দিষ্ট আয়তনের তরল স্থানান্তরের জন্য এটি ব্যবহার করা হয়। এটি সূক্ষ্মভাবে নির্দিষ্ট পরিমাণ তরল দ্রবণ স্থানান্তরে কাজ করে। যার থেকে তরল পদার্থ নিতে হবে তার মধ্যে পিপেটের সরু প্রান্ত চুবিয়ে অপর প্রান্তে মুখ লাগিয়ে নির্দিষ্ট দাগ পর্যন্ত তরল পদার্থ টেনে নিতে হবে। এরপর খুব দ্রুত মুখ সরিয়ে খোলা মুখে হাত দ্বারা চেপে ধরতে হবে যাতে তরল পড়ে না যায়। এবার এটিকে ধরে যেখানে ঢালতে হবে সেখানে নিয়ে হাত সরিয়ে দিলেই সব তরল সেখানে পড়ে যাবে।

Leave a Comment