ব্যুরেট কী? ব্যুরেট কাকে বলে?

ব্যুরেট হচ্ছে স্টপকর্ক যুক্ত ও সুষম ছিদ্র বিশিষ্ট দাগাংকিত একটি কাঁচনল যাতে অজানা বা জানা দ্রবণ নিয়ে টাইট্রেশনের মাধ্যমে অপরটির ঘনমাত্রা নির্ণয় করা হয়।
নির্দিষ্ট আয়তনের কোন তরল পদার্থ কোথাও স্থানান্তর করতে ব্যুরেট ব্যবহার করা হয়। এর সাহায্যে  1 মি.লি. এর 10 ভাগের একভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে আয়তন পরিমাপ করা যায়। ব্যুরেট ব্যবহার করার জন্য প্রথমে একে পরিষ্কার পানি, K2Cr2O7 এবং H2SO4 দ্বারা ধৌত করা হয়। অতঃপর যার আয়তন নির্ণয় করার জন্য ব্যুরেট ব্যবহার করব তার কিছুটা নিয়ে একে Rinse করতে হবে এবং খেয়াল করতে হবে স্টপকর্কটি ঠিকমত কাজ করছে কিনা। এরপর এতে কিছু পরিমাণ তরল নিয়ে এর পাঠ নিতে হবে। তরল পদার্থ নেওয়া হলে স্টপকর্ক ভালভাবে বন্ধ করতে হবে এবং পাঠ নিতে হবে। ঐ দুই পাঠের পার্থক্যই হচ্ছে স্থানান্তরিত তরলের আয়তন।

Leave a Comment