ব্যুরেট পাঠ নেওয়ার সময় তরলের নিম্নতর মিনিসকাস ব্যুরেটের দাগ ও চোখের দৃষ্টিরেখা ভিন্ন সরলরেখায় হলে কী সমস্যা হত – ব্যাখ্যা কর।

ব্যুরেটে রক্ষিত দ্রবণের পরিমাণ বা আয়তনের পাঠ নেওয়ার সময় তরলের নিম্নতর মিনিসকাস, ব্যুরেটের দাগ ও চোখের দৃষ্টিরেখা একই সমতলে থাকতে হবে। যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে ব্যুরেটে রক্ষিত দ্রবণের আয়তন গঠিত হবে না এবং বিক্রিয়ার সময় কম বা বেশি যৌগ ব্যবহৃত হবে। 

সুতরাং বিক্রিয়ার ফলাফলে ভিন্নতা দেখা দিবে।

Leave a Comment