ওজন নেয়ার সময় আর্দ্রতার প্রভাব রোধে করণীয় কী?

কোন রাসায়নিক পদার্থের ওজন পরিমাপের সময় আর্দ্রতার প্রভাব রোধের সব সময়ই পরিষ্কার ও শুষ্ক পাত্র ব্যবহার করতে হবে। পাশাপাশি পরিমাপের স্থান বা Weighing pan কে পানির ফোঁটা বা ধুলোবালিমুক্ত রাখতে হবে। যে সব ফ্লাস্কের তলদেশে গোলাকার তাদের ক্ষেত্রে কখনোই কর্ক বা কার্ডবোর্ড সাপোর্ট ব্যবহার করা যাবে না।

Leave a Comment