রিয়েজেন্ট বোতল কী?

রিয়েজেন্ট ড্রপার সংযুক্ত 50 mL বা 60 mL কাচ বা প্লাস্টিক বোতলকে রিয়েজেন্ট বোতল বলা হয়। রিয়েজেন্ট বোতলের গায়ে অবশ্যই লেবেলিং করতে হবে। রিয়েজেন্ট বোতলের মুখ অবশ্যই কর্ক দিয়ে বন্ধ করতে হবে।
কঠিন রিয়েজেন্ট স্থানান্তরের জন্য কাগজ বা স্পেচুলা ব্যবহার করহে হবে। তরল রিয়েজেন্ট স্থানান্তরের জন্য ড্রপার ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত রিয়েজেন্ট ব্যবহার করা যাবে না।

Leave a Comment