Mg লবণ শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না কেন?

Mg তুলনামূলকভাবে ছোট। এর ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দৃঢ়ভাবে থাকে। এর ফলে শিখার অল্প তাপমাত্রায় ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করতে পারে না। ফলে শক্তি বিকীর্ণ হয় না। এর ফলে ম্যাগনেসিয়াম (Mg) লবণ শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না।