হুণ্ডের নিয়মটি লেখ।

কোনো পরমাণুর একই শক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে।