ক্রোমাটোগ্রাফি কাকে বলে?

যে বিশ্লেষণীয় প্রণালির মাধ্যমে কোন মিশ্রণকে একটি স্থির দশায় স্থাপন করে অপর একটি প্রবাহমান দশাকে ঐ স্থির দশার সংস্পর্শে পরিচালনা করে নমুনার মিশ্রণের উপাদানগুলোকে তাদের ভৌত ধর্ম যেমন অধিশোষণ মাত্রা, দ্রাব্যতা, কিংবা বণ্টনমাত্রার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে পৃথক করা সম্ভব হয়, তাকে ক্রোমাটোগ্রাফি বলে।

Leave a Comment