একটি পরমাণুতে ইলেকট্রনের স্থায়ী শক্তিস্তর বলতে কী বুঝ?

নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রন নির্দিষ্ট শক্তিসহ একটি স্থায়ী বৃত্তাকার কক্ষপথে অবস্থান করার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথগুলোকে ইলেকট্রনের স্থায়ী শক্তিস্তর বলে। এই স্থায়ী শক্তিস্তরগুলোর সব সময় একটি নির্দিষ্ট মান থাকে এবং ইহা n এর মান দ্বারা নির্ণীত হয়।