সম্ভাব্য দায় কি?

যে সকল ঘটনার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে দায় সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, সেগুলোকে সম্ভাব্য দায় বলা হয়। সম্ভাব্য দায়কে উদ্বৃত্তপত্রের ফুটনোটে দেখানো হয়। অর্থাৎ মূল অংশে দেখানো হয় না।

উদাহরণস্বরপঃ বাট্টাকৃত বিনিময় বিল মেয়াদপূর্ণ না হওয়া পর্যন্ত বিচারাধীন মামলার দাবি, জামিন সংক্রান্ত দেনা, চুক্তিভঙ্গের খেসারত দেয়ার সম্ভাবনা ইত্যাদি।

Leave a Comment