কর্তব্য বলতে কী বোঝায়?

অধিকার ভোগ করতে গিয়ে মানুষকে যেসব দায়িত্ব পালন করতে হয় তাই কর্তব্য। কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনোকিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়। যেমন: আইন মেনে চলা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের সংহতি বিনষ্ট হয় এমন কোনো কিছু করা থেকে বিরত থাকা। অধ্যাপক লাস্কি বলেন, আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত।