ফ্রানসাইজিং চুক্তির ধারা বিভিন্ন রকম হয় কেন?

কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্রানসাইজিং চুক্তি বলে।
ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো ফ্রানসাইজিং চুক্তি। এটি ফ্রানসাইজিং ও ফ্রানসাইজারের মধ্যে স্বাক্ষরিত হয়। পুঁজির পরিমাণ, প্রশিক্ষণের ব্যবস্থা, ব্যবস্থাপনায় সাহায্য, এলাকার ধরণ প্রভৃতি কারণে এ চুক্তির ধারা বিভিন্ন রকম হয়। কারণ বিশ্বের সব দেশে উক্ত বিষয়গুলোর ভিন্নতা আছে। উভয় পক্ষের স্বার্থ ও সুবিধা-অসুবিধা বিবেচনার ফলেও ফ্রানসাইজিং চুক্তির ধারা বিভিন্ন রকম হয়।

Leave a Comment