বিমা চুক্তির ধারণাটি ব্যাখ্যা কর।

বিমা হলো একটি ক্ষতি পূরণের চুক্তি। এ চুক্তির মাধ্যমে কোনো বিমাকারী বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো ব্যক্তি বা বিষয়সম্পত্তি সম্পর্কিত কোনো দুর্ঘটনাজনিত ক্ষতি বা ঘটনার বিপরীতে ক্ষতিপূরণ দেওয়া হয়। বিমা চুক্তিতে দুটি পক্ষ থাকে। একটি হলো বিমাকারী এবং অন্যটি হলো বিমাগ্রহীতা। এক্ষেত্রে বিমাকরী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি বহনের প্রতিশ্রুতি বিমাগ্রহীতাকে দিয়ে থাকে।

Leave a Comment