জীবন বিমার প্রতিদান কার প্রাপ্য?

জীবন বিমার ক্ষতিপূরণ সাধারণত চুক্তিতে মনোনীত ব্যক্তি পেয়ে থাকে। জীবন বিমার ক্ষেত্রে সাধারণত বিমাগ্রহীতা তার পরিবারের কোনো সদস্যকে মনোনীত করে। তাই বিমাকারী মনোনীত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেয়।

আবার, উত্তরাধিকার হিসেবে ছেলে / মেয়েও বিমাদাবি আদায় করতে হবে। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে বিমাকৃত অর্থ সে নিজেই পায়। তাই বলা যায়, বীমাগ্রহীতা যাকে মনোনীত করবেন সেই জীবন বিমার প্রতিদান পাবেন।

Leave a Comment