রূদ্ধতাপীয় রেখা ও সমোষ্ণ রেখার মধ্যে কোনটি বেশি খাড়া?

রূদ্ধতাপীয় রেখা ও সমোষ্ণ রেখার মধ্যে রূদ্ধতাপীয় রেখাটি বেশি খাড়া। আমরা জানি, একটি রেখা কত খাড়া সেটি বোঝা যায় রেখাটির ঢাল তথা অনুভূমিক অক্ষের সাথে উৎপন্ন কোণ দ্বারা। যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি। PV লেখচিত্রের কোনো বিন্দুতে ঢাল পরিমাপ করা হয় ঐ বিন্দুতে অঙ্কিত স্পর্শক Y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট অর্থাৎ dPdV দ্বারা। রূদ্ধতাপীয় রেখার dPdV এর মান সমোষ্ণ রেখার চেয়ে বেশি তাই রূদ্ধতাপীয় রেখা সমোষ্ণ রেখার চেয়ে বেশি খাড়া।