জলদূষক হিসেবে ব্যাকটেরিয়ার ভূমিকা কী?

রোগসৃষ্টিকারী (pathogenic) ব্যাকটেরিয়া জলকে দূষিত করে ও নানা ধরনের রোগ ছড়ায়, যেমন:
১) E.Coli (Escherichia coli) নামক ব্যাকটেরিয়া থেকে দূষিত জল পান করলে পেট ব্যথা, বমি, শ্বাসকষ্ট, ্রস্রাবের নালিতে সংক্রমণ (urinary tract infections) হয়।
২) Clostridium নামক ব্যাকটেরিয়া থেকে দূষিত জল ও সেই জলে দূষিত খাবার খেলে শরীরে নার্ভের সমস্যা হয়। Botulism রোগ হয়।
৩) Salmodella typhi নামক ব্যাকটেরিয়া থেকে দূষিত জল পান করলে টাইফয়েড হয়।
৪) Vibrio cholerae নামক ব্যাকটেরিয়া থেকে দূষিত জল পান করলে কলেরা হয়।
৫) Hepatitis A, B, C, D এবং E ব্যাকটেরিয়া থেকে দূষিত জল ও খাবার খেলে হেপাটাইটিস নামক রোগ হয়।