মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে?

উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের সম্পত্তির স্থায়ী মূল্য (ভূমি ও কারখানা দালান বাদে) ন্যূনপক্ষে ১০ কোটি থেকে ৩০ কোটি টাকা অথবা শ্রমিকের সংখ্যা ১০০ থেকে ২৫০ জন থাকলে তাকে মাঝারি প্রতিষ্ঠান বলে। সম্পত্তি বা শ্রমিক যেকোনো একটা বৈশিষ্ট্য প্রতিপালিত হলেই তা মাঝারি শিল্পের মধ্যে পড়ে। যদি কোনো শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য (ভূমি ও কারখানা দালান বাদে) ২০ কোটি টাকা হয় অথচ শ্রমিকের সংখ্যা হয় ৮০ জন, তাহলে শিল্প প্রতিষ্ঠানটি মাঝারি শিল্পের মধ্যে পড়বে।

Leave a Comment