রিং টপোলজি কাকে বলে? রিং টপোলজির সুবিধা ও অসুবিধা

রিং টপোলজি কাকে বলে?

যে টপোলজিতে সবগুলো কম্পিউটারকে ক্যাবলের মাধ্যমে একটি রিং বা লুপের মতো সৃষ্টি করা যায় তাকে রিং টপোলজি বলে। এ টপোলজিতে কোনো শুরু বা শেষ প্রান্তসীমা খুঁজে পাওয়া যায় না। এ পদ্ধতিতে প্রত্যেকটি কম্পিউটার স্বাধীন হিসেবে কাজ করে এবং কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। নতুন কম্পিউটারের সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্বের সিস্টেম ভেঙে নতুনভাবে তৈরি করতে হয়।

রিং টপোলজির সুবিধা

  • এ টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না।
  • নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না।
  • নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান।

রিং টপোলজির অসুবিধা

  • এ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
  • নতুন কম্পিউটারের সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্বের সিস্টেম ভেঙ্গে নতুনভাবে তৈরি করতে হয়।
  • কম্পিউটারের সংখ্যা বাড়ালে ডেটা পারাপারের সময়ও বেড়ে যায়।
  • এ টপোলজিতে জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যারের প্রয়োজন হয়।
  • ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি।
  • যে কোনো সমস্যা নিরূপণ করা বেশ জটিল।

Leave a Comment