বাস টপোলজি কাকে বলে? বাস টপোলজির সুবিধা ও অসুবিধা

বাস টপোলজি কাকে বলে?

যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজিকে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়। এর মূল ক্যাবলকে ব্যাকবোন বলে। নতুন কম্পিউটার সংযোগের প্রয়োজন হলে মুল বাসের সাথে সংযোগ দিলেই হয়। কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম।

বাস টপোলজির সুবিধা

  • বাস টপোলজি সহজ সরল।
  • এ টপোলজিতে অল্প ক্যাবলের প্রয়োজন হয় বলে খরচ কম পড়ে।
  • টপোলজির কোনো কম্পিউটার নষ্ট হলেও সম্পূর্ণ সিস্টেমের উপর প্রভাব পড়ে না।
  • নতুন কম্পিউটার সংযোগের প্রয়োজন হলে মূল ক্যাবলের সাথে সংযোগ দিলেই চলে, সিস্টেম পরিবর্তনের প্রয়োজন হয় না। এতে অতিরিক্ত খরচ বেঁচে যায়।
  • প্রয়োজনে রিপিটার ব্যবহার করে এ নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়।

বাস টপোলজির অসুবিধা

  • বাস টপোলজির ডেটা চলাচলের গতি কম।
  • এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় বেশ জটিল।
  • নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়।

Leave a Comment