খিয়ানত কাকে বলে?

আমানকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকটে ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে খিয়ানত বলে।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মুনাফিকের আলামত তিনটি। 

(১) যখন সে কথা বলে, তখন সে মিথ্যা বলে 

(২) আর যখন সে অঙ্গীকার করে, তখন তা ভঙ্গ করে 

(৩) এবং যখন তার নিকট কিছু গচ্ছিত রাখা হয়, তখন সে খেয়ানত (আত্মসাৎ) করে (মুসলিম, মিশকাত হা/৪৮)।

Leave a Comment