কৌণিক সরণ কাকে বলে?

বৃত্তাকারে ঘূর্ণনরত কোনো বস্তুকণা একটি নির্দিষ্ট সময়ে বৃত্তের একটি নির্দিষ্ট চাপ পরিভ্রমণ করে। ঐ চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক সরণ বলে।

ঘূর্ণনরত বস্তুকণার ব্যসার্ধ ভেক্টর একটি নির্দিষ্ট সময়ে বৃত্তের কেন্দ্রে যে কোণ অতিক্রম করে তাকে কৌণিক সরণ বলে।

এককঃ কৌণিক সরণকে সচরাচর রেডিয়ান কোণে পরিমাপ করা হয়।

1 radian = 1 rad = 57.3° (প্রায়)

রেডিয়ান কাকে বলে?

কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে।

Leave a Comment