“সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে” – কার শরীর, কেন কাঁপছে?

বুনো হাঁসটার শরীর থরথর করে কাঁপছে। শিকারি গুলি ছুড়লে একটা গুলি এসে লাগে বুনো হাঁসটার ডানায়। আহত হয়ে ভয়ে সে লেবু গাছের পাতার আড়ালে লুকায়। তার একদিকের ডানা ঝুলে আছে। ব্যথায় আর ভয়ে অসহায় হাঁসটার শরীর কাঁপছে থরথর করে।

Leave a Comment