বিপণন পণ্য কাকে বলে?

যে সকল পণ্য সচরাচর ক্রেতারা ক্রয় করে না তাই হল বিপণন পণ্য। এ ধরনের পণ্য ক্রয়ে ক্রেতা বা ভোক্তাসাধারণ পূর্ব পরিকল্পনা গ্রহণ করে এবং কেনার সময় দ্রব্যের গুণাগুণ ও মূল্য যাচাই করে তা ক্রয় করে। এজন্য ক্রেতাসাধারণ সময়, অর্থ ও শ্রম ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না। টেলিভিশন, দামী শাড়ি, গহনা, রিফ্রিজারেটর ইত্যাদি এরূপ পণ্যের উদাহরণ।