গতিশক্তি ও বিভবশক্তির পার্থক্য

গতিশক্তি ও বিভবশক্তির পার্থক্য নিম্নরূপ –

নংগতিশক্তিবিভবশক্তি
 ১কোন গতিশীল বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে।স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য অবস্থায় বা অবস্থানে আনার জন্য বস্তু যে শক্তি সঞ্চয় করে তাকে বিভবশক্তি বলে।
 ২বস্তুর গতিশক্তি নির্ণয়ে কোন প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ তলের প্রয়োজন হয় না।বিভবশক্তি প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ তলের সাপেক্ষে নির্ণয় করা হয়। কোথা থেকে উচ্চতা পরিমাপ করা হচ্ছে অভিকর্ষজ বিভবশক্তি তার ওপর নির্ভরশীল।
 ৩বস্তুর বেগ না থাকলে তার গতিশক্তি থাকে না।কোন একটি তলের সাপেক্ষে বিভবশক্তি না থাকলে অন্য তলের সাপেক্ষে তার বিভবশক্তি থাকতে পারে।
 ৪গতিশক্তি বস্তুর অণু পরমাণুগুলোর আপেক্ষিক অবস্থানের ওপর নির্ভর করে না।বিভবশক্তি বস্তুর অণু পরমাণুগুলোর আপেক্ষিক অবস্থানের ওপর নির্ভর করে।

Leave a Comment