শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ কাকে বলে? শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহের বৈশিষ্ট্য

কোনো নলের ভেতর দিয়ে প্রবাহী চলাচল করার সময় যদি প্রবাহীর গতিশীল বিভিন্ন স্তরগুলো এর সমান্তরালে থাকে এবং বিভিন্ন অণুগুলো তাদের গতিপথের সাথে সমান্তরালে থাকে তবে প্রবাহীর সেই গতিকে সমরেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ বলে।

শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহের বৈশিষ্ট্য

১) শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহের কণাগুলোর গতিরেখা পরস্পর সমান্তরাল থাকে। অর্থাৎ গতিরেখাগুলো পরস্পরকে ছেদ করে না।

২) এই প্রবাহে কণার গতিপথ সরল বা বক্ররেখা হতে পারে। বক্ররেখার যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক প্রবাহী বস্তুর দিক নির্দেশ করে।

৩) এই প্রবাহের বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়ে থাকে। তবে বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে প্রবাহ আর সমরেখ বা শান্ত থাকে না।

Leave a Comment