বিক্ষিপ্ত প্রবাহ কাকে বলে? বিক্ষিপ্ত প্রবাহ বা শান্ত প্রবাহের বৈশিষ্ট্য

বিক্ষিপ্ত প্রবাহ কাকে বলে? 

কোনো নলের ভেতর দিয়ে প্রবাহী চলাচল করার সময় যদি প্রবাহীর গতিশীল বিভিন্ন স্তরগুলো নলের অক্ষের সমান্তরালে না থাকে তবে প্রবাহীর  সেই গতিকে বিক্ষিপ্ত প্রবাহ বলে।

যদি প্রবাহীর গতিবেগ একটি নির্দিষ্ট সীমা অর্থাৎ সংকট বেগকে অতিক্রম করে তবে প্রবাহ বিক্ষিপ্ত হয়।

বিক্ষিপ্ত প্রবাহ বা শান্ত প্রবাহের বৈশিষ্ট্য

১) অশান্ত প্রবাহীর স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না।

২) এই প্রবাহের প্রবাহীর কণাগুলোর বেগ ভিন্ন ভিন্ন হয়।

৩) এই প্রবাহের বেগ বেশি হলে গতিপথে ঘূর্ণিপাকের বা আবর্তের সৃষ্টি হয়।

Leave a Comment