বীট ও ব্যতিচার এর মধ্যে পার্থক্য

বীট ও ব্যতিচার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নংবীটব্যতিচার
 ১প্রায় সমান কম্পাঙ্ক, প্রায় সমান অথবা সমান বিস্তার ও একই দিকে অগ্রগামী দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের লব্ধি প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস-বৃদ্ধির ঘটনাকে বীট বলে।সমান কম্পাঙ্ক ও বিস্তার বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে কোন স্থানে প্রবলতর শব্দ এবং কোন স্থানে নীরবতা সৃষ্টি হওয়ার ঘটনাকে ব্যতিচার বলে।
 ২তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য সময়ের সাথে পরিবর্তিত হয়।তরঙ্গদ্বয়ের দশাপার্থক্য সময়ের সাথে অপরিবর্তিত থাকে।
 ৩লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক বীট সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের গড় মানের সমান।লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের উভয়েরই কম্পাঙ্কের সমান।
 ৪শব্দের প্রাবল্য সময়ের সাথে পরিবর্তিত হয়।শব্দের প্রাবল্য সময়ের সাথে অপরিবর্তিত থাকে।