স্বরগ্রাম কাকে বলে?

নির্দিষ্ট কম্পাঙ্ক বা তীক্ষ্মতার কয়েকটি সাজানো সুরকে স্বরগ্রাম বলা হয়। যেকোনো সুর ও তার অষ্টক বা দ্বিগুণ কম্পাঙ্কবিশিষ্ট সুরের মধ্যে কয়েকটি নির্দিষ্ট সুর আমাদের কানে সহজে দেয়। এ সুরগুলোর মধ্যে সমসংগতি বজায় থাকে বলে এরা সঙ্গীত গুণসম্পন্ন হয়। এরূপ সমসংগতিপূর্ণ কতকগুলেঅ সুরের সমষ্টিকে স্বরগ্রাম বলে।

স্বরগ্রামের সর্বনিম্ন কম্পাঙ্কের সূচনা সুরকে টোনিক বা প্রধান সুর বলে।

Leave a Comment