অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য

অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য নিম্নরূপ –

১) পর্যায়ক্রমে সঙ্কুচিত ও প্রসারিত হয়ে মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালিত করে।

২) মাধ্যমের কণাগুলো তরঙ্গ প্রবাহের দিকে অর্থাৎ সমান্তরালে আলোড়িত হয়।

৩) কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে এ তরঙ্গের উৎপত্তি হয়।

৪) পরপর একটি সঙ্কোচন ও একটি প্রসারণ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়।

৫) এ তরঙ্গে পোলারায়ন বা সমবর্তন ঘটে না।

৬) অনুদৈর্ঘ্য তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ। এ তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন।

Leave a Comment