আড় তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্য

আড় তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নংআড় তরঙ্গলম্বিক তরঙ্গ
 ১যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাই আড় তরঙ্গ।যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাই লম্বিক তরঙ্গ।
 ২মাধ্যমে তরঙ্গ চূড়া ও তরঙ্গ খাঁজ উৎপন্ন করে সঞ্চালিত হয়।সংকোচন ও প্রসারণেল মাধ্যমে তরঙ্গ সঞালিত হয়।
 ৩একটি তরঙ্গ চূড়া ও তরঙ্গখাঁজ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত।একটি সংকোচন ও প্রসারণ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত।
 ৪কঠিন পদার্থে এ তরঙ্গের সৃষ্টি হয়। তবে তল টানের জন্য প্রবাহীতেও সৃষ্টি হতে পারে।কঠিন, তরল ও গ্যাসে এ তরঙ্গের সৃষ্টি হতে পারে।
 ৫সমবর্তন ঘটে।সমবর্তন ঘটে না।

Leave a Comment