ঘর কাকে বলে?

ঘর বলতে মানুষের বসবাসের জন্য নির্মিত কাঠামোকে বোঝায়। গৃহ শব্দ থেকে ঘর শব্দটি এসেছে। এক কক্ষের আবাসিক দালান যা কাঠ, কংক্রিট বা অন্য কোনো উপাদানের সাহায্যে রাজমিস্ত্রির দ্বারা তৈরি করা হয়। যেখানে প্রয়োজনীয় পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদির সুবিধাদি থাকতে পারে।

Leave a Comment