ফুড অ্যাডিটিভস কাকে বলে?

সংরক্ষিত খাদ্যের বর্ণ, গন্ধ ও স্বাদ উন্নত করা উদ্দেশ্যে খাদ্যে প্রিজারভেটিভস্ এর সাথে বিভিন্ন রাসায়নিক উপাদানকে সংযোগ করা হয়, এদেরকে ফুড অ্যাডিটিভস বলা হয়। ফুড অ্যাডিটিভস বিশেষ ধরনের রাসায়নিক উপাদান যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না।

Leave a Comment