ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য ও উদাহরণ

  • অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।
  • দেহ এককোষী অথবা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত।
  • এদের নিউক্লিয়াস সুগঠিত।
  • কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত।
  • খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে।
  • ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত।
  • হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে।

ফানজাই রাজ্যের উদাহরণ

  • ইস্ট
  • Penicillium
  • মাশরুম ইতাদি।