ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ?

ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? 

ব্যয় সিদ্ধান্তের অপর নাম ‘বিনিয়োগ সিদ্ধান্ত’।

তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ?

তারল্য মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে।

বেশি পরিমাণ নগদ অর্থ জমা রাখলে বিনিয়োগ করার মতো অর্থের অভাব হয়। ফলে প্রতিষ্ঠানের মুনাফা কমে যায়। আবার অত্যধিক মুনাফার আশায় বেশি বিনিয়োগ করলে তারল্যের ঘাটতি দেখা দেয়।

সুতরাং বলা যায়, তারল্য ও মুনাফার মধ্যে ঋণাত্মক সম্পর্ক রয়েছে।