রাস্তার ব্যাংকিং কি?

রাস্তায় বাঁক ঘুরবার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাবার জন্য বাঁকের ভিতরের দিকে একটু ঢালু করে রাস্তার বাঁকগুলো তৈরি করা হয়। ফলে যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়। একে রাস্তার ব্যাংকিং বলে।