চোখে এসিড বা ক্ষার লাগলে উপশমের প্রক্রিয়া কী?

প্রথমে পর্যাপ্ত পানি দিয়ে কমপক্ষে ২০ মিনিট ধুতে হবে। চোখে লেন্স থাকলে তা অপসারণ করতে হবে। এসিড লাগলে ৪% NaHCO3 দ্রবণের ২-৩ ড্রপ এবং ক্ষার লাগলে বোরিক এসিডের সম্পৃক্ত দ্রবণের কয়েক ড্রপ ব্যবহার করতে হবে।