পুনঃকেলাসন কাকে বলে? Recrystallization

কোনো জৈব যৌগকে একবার কেলাসন করে যদি সম্পূর্ণ বিশুদ্ধ করা না যায় তাহলে প্রাপ্ত কেলাসগুলোকে পুনরায় একই পদ্ধতিতে কেলাসন করে প্রাপ্ত কেলাসকে শুষ্ক করে বিশুদ্ধ কেলাস পাওয়া যায়। এ প্রক্রিয়াকে পুনঃকেলাসন (Recrystallization) বলা হয়। পর পর দুবার কেলাসন করে একই গলনাঙ্কবিশিষ্ট কেলাস পাওয়া গেলে ধরে নেওয়া হয় জৈব যৌগটিকে আমরা বিশুদ্ধ অবস্থায় পেয়েছি।