আবিষ্ট ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ বা লন্ডন বিচ্ছুরণ বল কাকে বলে?

এই আকর্ষণ বলই ভ্যানডার ওয়ালস বলের গরিষ্ঠ অংশ। এই বলের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিকে বিচ্ছুরণ শক্তি বলে। নিষ্ক্রিয় গ্যাস ও অপোলার দ্বি-পারমাণবিক অণুর ক্ষেত্রে এই আকর্ষণ লক্ষ করা যায়। হাইড্রোজেন একটি প্রতিসম অণু এবং এর কোনো ডাইপোল মোমেন্ট নেই। পাশাপাশি দুটি হাইড্রোজেন অণুর মধ্যে যে দুর্বল বলের অস্তিত্ব দেখা যায়, তার উৎপত্তি নিম্নোক্তভাবে ব্যাখ্যা করা যেতে পারে – হাইড্রোজেন নিউক্লিয়াসদ্বয়ের চারপাশে ইলেকট্রন বিচ্ছুরণ যদিও প্রায়ই সুষম থাকে, তবুও কোনো এক মুহূর্তে ইলেকট্রন অসমভাবে বিস্তৃত হয়ে একটি H2 অণুকে তাৎক্ষণিক ডাইপোলে পরিণত করতে পারে। এই দুটি আবিষ্ট ডাইপোলের মধ্যে পারস্পরিক আকর্ষণের ফলে এরা একটি দুর্বল বন্ধনে আবদ্ধ হয়। একেই আবিষ্ট ডাইপোল আকর্ষণ বলে।