একান্তর কোণ কাকে বলে? একান্তর কোণের বৈশিষ্ট্য

একান্তর কোণ কাকে বলে?

দুটি সমান্তরাল রেখা অপর একটি রেখাকে তীর্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে সেগুলোকে একান্তর কোণ বলে। 

একান্তর কোণগুলো পরস্পর সমান।

একান্তর কোণ কাকে বলে? একান্তর কোণের বৈশিষ্ট্য
একান্তর কোণ

একান্তর কোণের বৈশিষ্ট্য

  • একান্তর কোণ দুইটি পরস্পর সমান হলে ছেদক রেখা ব্যতীত অপর রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়।
  • একান্তর কোণদ্বয় ছেদক রেখার বিপরীত পার্শ্বে অবস্থান করে।
  • একান্তর কোণদ্বয় একই সমতলে অবস্থান করে।

Leave a Comment