ঘর্ষণ গুণাংক কাকে বলে?

দুটি বস্তু পরস্পরের স্পর্শতলে ঘর্ষণ এবং অভিলম্বিক প্রতিক্রিয়া সমানুপাতিক হয়। এদের অনুপাতকে বলা হয় ঘর্ষণ গুণাংক।
স্থিতিঘর্ষণ, গতীয় ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে আলাদা আলাদা ঘর্ষণ গুণাংক বিদ্যমান।

Leave a Comment