তড়িৎ ক্ষমতা কাকে বলে? একক, ওয়াট, কিলোওয়াট

তড়িৎ ক্ষমতা কি?

কোনো বৈদ্যুতিক যন্ত্র বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ কোনো তড়িৎ যন্ত্র বা উৎস প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করে বা তড়িৎশক্তি ব্যয় করে অথবা অন্য শক্তিতে (যেমন: তাপ, আলো, যান্ত্রিক ইত্যাদি) রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে।

তড়িৎ ক্ষমতার একক

তড়িৎ ক্ষমতার একক হলো ওয়াট।

বিভিন্ন বৈদ্যুতিক বাতির বাল্বের কত শক্তি ব্যয় হয় তা বুঝাবার জন্য 7W, 28W, 40W, 60W বা 100W প্রভৃতি ওয়াট লেখা থাকে। বিজ্ঞানী জেমস ওয়াটের নামানুসারে এর নামকরণ করা হয়েছে।

এক ওয়াট কাকে বলে?

কোনো তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন এর ক্ষমতাকে এক ওয়াট বলে।

অর্থাৎ এক ওয়াট = এক ভোল্ট × এক অ্যাম্পিয়ার

বড় তড়িৎ যন্ত্রের ক্ষমতা প্রকাশের জন্য বড় একক ব্যবহার করা হয়। একে কিলোওয়াট (kW) বা মেগাওয়াট (MW) বলে।

তড়িৎ ক্ষমতা হতে তড়িৎ শক্তি

শক্তি = ক্ষমতা × সময়

এক জুল কাকে বলে?

এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক সেকেন্ড ব্যাপী কাজ করে তবে যে শক্তি ব্যয়িত হয় তাকে এক জুল বলে।

ওয়াট – ঘণ্টা কাকে বলে?

এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা ব্যাপী কাজ করলে যে শক্তি ব্যয়িত হয় তাকে এক ঘণ্টা বলে।

এক ওয়াট-ঘণ্টা = এক ওয়াট × এক ঘণ্টা

                      = এক ওয়াট × ৩৬০০ সেকেন্ড

                      = ৩৬০০ জুল

কিলো-ওয়াট ঘণ্টা কাকে বলে?

এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহ করলে মোট শক্তির পরিমাণকে এক কিলো-ওয়াট ঘণ্টা বলে। একে সংক্ষেপে 1 kWh বলে।

এক কিলোওয়াট ঘণ্টা = এক কিলোওয়াট × এক ঘণ্টা

                               = এক কিলোওয়াট × এক ঘণ্টা

                               = 1000 ওয়াট × 3600 সেকেন্ড

                               = 3600000 ওয়াট×সেকেন্ড

                               = 3.6×106 জুল।

তড়িৎ সরবরাহ কোম্পানি বাড়িতে, কোনো প্রতিষ্ঠানে বা কলকারখানায় যে তড়িৎ সরবরাহ করে তার পরিমাপ শক্তির একক অনুযায়ী করা হয়। এই একক হচ্ছে কিলোওয়াট ঘণ্টা। 

সারা বিশ্বের তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান এ একক ব্যবহার করে তড়িৎ কেনা-বেচা করছে। এজন্য এ একককে বোর্ড অব ট্রেড (B.O.T বা B.T.U) বলে।

সংক্ষেপে একে শুধু ইউনিট বলে।

আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তা এই এককেই হিসাব করা হয়।

220 V – 100W এর অর্থ কি?

কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220 V এবং 100W লেখার অর্থ হলো যে, বাতিটি 220 V বিভব পার্থক্যে যুক্ত থাকলে সর্বাধিক আলো বিকিরণ করবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল হারে বৈদ্যুতিক শক্তি আলো ও তাপশক্তিতে রূপান্তরিত হবে।