টিম্বার কাকে বলে? পদার্থবিজ্ঞান

টিম্বার (Timbre) বা গুণ বা জাতি পদার্থবিজ্ঞানে সুরযুক্ত শব্দ বোঝাতে ব্যবহার করা হয়। এটি একটি সুর যুক্ত শব্দের বৈশিষ্ট্য।

১) সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্মতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে গুণ বা জাতি বলে।

২) ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটা হচ্ছে টিম্বার বা সুরের গুণ।