প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থান বলতে কি বুঝ?

কোন প্রিজম একটা নির্দিষ্ট অবস্থানে থাকলে আপতিত রশ্মি এমনভাবে প্রিজমের উপর পড়ে যেন বিচ্যুতি কোণ ন্যূনতম হয়। প্রিজমের এই অবস্থানকে ন্যূনতম বিচ্যুতি অবস্থান বলে।