উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে?

আসাম রাজ্য উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আসমকে উত্তর পূর্ব ভারতে শাংরিলাও বলা হয়।

কোনো কোনো তথ্যমতে,

পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়।

উত্তর-পূর্ব ভারত ভারতের এক ভৌগোলিক অঞ্চল ও প্রশাসনিক বিভাগ। এটি অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও সিকিম—এই আট রাজ্য নিয়ে গঠিত। এর মধ্যে প্রথম সাত রাজ্য “সপ্তভগিনী” এবং সিকিম “ভ্রাতারাজ্য” হিসাবে পরিচিত।