রসায়নের শাখা সমূহ

রসায়ন বিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কাজেই সুষ্ঠুরূপে রসায়ন বিজ্ঞান আলোচনা, অধ্যয়ন ও বহুল ব্যবহারের জন্য একে আবার কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। বিভক্ত শাখাগুলো নিম্নরূপ:

১. ভৌত রাসায়ন
২. জৈব রসায়ন
৩. অজৈব রসায়ন
৪. প্রাণ রসায়ন
৫. ফলিত রসায়ন
৬.ভেষজ রসায়ন
৭. নিউক্লিয়ার রসায়ন
৮. বিশ্লেষণমূলক রসায়ন এবং
৯.মহাশূন্য রসায়ন ইত্যাদি।