লঘিষ্ঠ গণন কি বা কাকে বলে?

স্ক্রু-গজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে যায় তাকে লঘিষ্ঠ গণন বলে।

টুপি T একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য একটি অতিক্রম করে তাকে বলা হয় স্ক্রুর পিচ (Pitch)। বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে – এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রর লঘিষ্ঠ গণন (Least Count)। এক LC দিয়ে প্রকাশ করা হয়। 

যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ গণন পাওয়া যায়।

সুতরাং 

বৃত্তাকার স্কেলে সাধারণত 100 ভাগ থাকে এবং এই যন্ত্রে পিচ থাকে 1 mm।

লঘিষ্ঠ গণন = 1 / 100 mm

                 =0.01 mm