আদিকোষ কাকে বলে? প্রাককেন্দ্রিক কোষ কাকে বলে?

আদিকোষ কাকে বলে?

যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই আদিকোষ। আদিকোষ হলো সেই সকল কোষ যাদের সত্যিকারের নিউক্লিয়াস এবং ঝিল্লি দ্বারা আবদ্ধ অঙ্গাণু থাকে না।

যেসকল কোষে বা সেলে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদের প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ বলে। প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। ফলে নিউক্লিওবস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব সেলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়ায় এ ধরনের সেল পাওয়া যায়।

আদিকোষের বৈশিষ্ট্য

আদিকোষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। আদিকোষের কিছু বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলোঃ

১) এদের কোনো নিউক্লিয়ার ঝিল্লি থাকে না।

২) মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট এবং লাইসোসোম অনুপস্থিত।

৩) হিস্টোন প্রোটিন, ইউক্যারিওটিক ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ উপাদান ইত্যাদি অনুপস্থিত।

৪) কোষ প্রাচীর কার্বোহাইড্রেট এবং অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত।

৫) প্লাজমা ঝিল্লি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মতোই শ্বাসযন্ত্রের এনজাইম বহন করে।

এরা বাইনারি ফিশন দ্বারা অযৌনভাবে বিভক্ত হয়। যৌন প্রজনন প্রক্রিয়ায়, সংযোগ ঘটে।