১ মৌলিক সংখ্যা নয় কেন?

প্রশ্ন: ১ মৌলিক সংখ্যা নয় কেন?
বর্তমানে মৌলিক সংখ্যার সংজ্ঞা হলো:
যেসব স্বাভাবিক পূর্ণসংখ্যা এক এর চেয়ে বড় এবং ১ ও সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
সংজ্ঞানুসারে, মৌলিক সংখ্যার দুটি উৎপাদক থাকবে, একটি ১ এবং অপরটি ঐ সংখ্যাটি নিজে।
দুইয়ের অধিক উৎপাদক থাকলে যেমন সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে না তেমন দুটির কম উৎপাদক থাকলেও সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে না।