হেক্সাডেসিমেল পদ্ধতি কী?

এই পদ্ধতির বেস হচ্ছে 16। এই পদ্ধতির ডিজিটগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E এবং F। এখানে 10 – 15 ডিজিটকে A, B, C, D, E, F দ্বারা বোঝানো হয়। পূর্ণ সংখ্যার জন্য প্রত্যেক ডিজিটের স্থানীয় মান হলো 16 এর ঊর্ধ্বমুখ সূচক এবং ভগ্নাংশের ক্ষেত্রে প্রতি ডিজিটের স্থানীয় মান হলো 16 এর নিম্নমুখী সূচক।